রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে নিম্নমুখী রাজ্যের করোনাগ্রাফ। পশ্চিবঙ্গে একদিনে সংক্রমিত হয়েছেন ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১ জন। সুস্থতার হার ৯৭. ৬৭ শতাংশ। এমনটাই বলছে রবিবার রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান।
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিবঙ্গে একদিনে নতুন করে ১৮৮ জন সংক্রমিত হওয়ার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৬, ৬২৩। একদিনে আক্রান্ত ১৮৮ জনের মধ্যে ৬২ জন কলকাতার। ৩৯ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুই জেলা। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন কমবেশি আক্রান্তের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দার। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ২৭৮।
তথ্য অনুযায়ী একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ২৩৭ জন। তাঁদের মধ্যে ৬০ জন করে কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এছাড়াও অন্যান্য জেলার অনেক আক্রান্তই এদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৬৩, ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০, ২৫৯ জনের।