* যেখানে থাকতাম তার দুদিকটাই অন্ধ
* জোড়বাগানে থাকতাম
* সেদিন স্বপ্ন দেখেছিলাম কিছু একটা করব
* কিন্তু এই স্বপ্নটা দেখিনি যেখানে ভারতের তাবড় নেতৃত্ব বসে আছেন, সেই মঞ্চে আমি আমার বিলাভড প্রধানমন্ত্রী মোদী।
* ব্লাইন্ড লেনে জন্মে আমি এখানে।
* কেউ হৃদয় দিয়ে দেখলে স্বপ্ন সফল হয়।
* আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি
* রানি রাসমনি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিদ্যাসাগরকে স্মরণ করুন।
* বাংলায় যাঁরা থাকে, তাঁরা সবাই বাঙালি
* আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই।
* দাদার প্রতি ভরসা রাখুন, দাদার কথায় বিশ্বাস রাখুন।
*আমি স্বপ্ন দেখতাম। আমি গরীবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে কোথায় আমি সেই স্বপ্নটা *দেখতে পাচ্ছি। এটা সত্যি হবেই।
*আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি।
* ব্রিগেড মঞ্চে মিঠুনের জনপ্রিয় ডায়গল- “মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।”
*আমি জলঢোড়া নই, বেলেঢোড়া নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।” এবার কিন্তু এটাই হবে।”