সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। শনিবার সকালে নাগপুর এইমস-এ করোনা-টিকা নিয়েছেন নীতিন গড়করি ও তাঁর স্ত্রী কাঞ্চন গড়করি। প্রথম দফার ডোজ নিয়েছেন তাঁরা। করোনা-ভ্যাকসিন নেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “টিকা সম্পূর্ণ সুরক্ষিত, করোনার থেকে দেশকে বাঁচাতে সবাই অবদান রাখুন।” গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাচ্ছেন।
শনিবার সকালেই সস্ত্রীক নাগপুর এইমস-এ পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। করোনা-টিকার প্রথম দফার ডোজ নেওয়ার পর টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “নাগপুর এইমস-এ গিয়ে আমি ও আমার স্ত্রী করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। এই টিকা সুরক্ষিত, আপনারা সবাই করোনা ভ্যাকসিন নিন এবং করোনার থেকে দেশকে বাঁচাতে নিজেদের অবদান রাখুন।”
2021-03-06