বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে এক বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সভামঞ্চ থেকে শাহের ঘোষণা, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। তাঁর এই ঘোষণাকে ‘মাস্ট্রারস্ট্রোক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তাঁদের কথায়, এ রাজ্যের সরকারের উপর চটে রয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ মেটানো, বেতন বৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সরকারের উপর ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া গেরুয়া শিবির। তাই এবার ‘সপ্তম বেতন কমিশন’ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।
শুধু তাই নয়, বিজেপি সরকার ক্ষমতায় এলে এ রাজ্যের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে বলেও ঘোষণা করলেন শাহ। এদিন তাঁর সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। সেই সভায় মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। তাঁদের সামনে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অমিত শাহ যতবার বাংলায় এসেছেন, ততবার এ রাজ্যের মহিলাদের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। এবার সেই ‘সাইলেন্ট ভোটার’ মহিলাদের ভোট গেরুয়া শিবিরের ঝুলিতে টানতে বড় টোপ দিলেন অমিত শাহ। প্রসঙ্গত, পড়শি রাজ্য বিহারে বিজেপির জয়ের পিছনে ওই ‘সাইলেন্ট ভোটার’রা বড় ভূমিকা নিয়েছিল।