মোদী ধামাকা! সস্তায় এসি দেবে সরকার, ২৪ ঘন্টায় ডেলিভারি

দাবদাহে জ্বলছে সারা দেশ। আর গরম থেকে রেহাই পেতে সবাই চায় নিজের বাড়িতে এসি লাগাতে। কিন্তু এসির দাম যথেষ্ট বেশি হওয়ায় সবাই তাকে কিনে উঠতে পারেন না। তাই গরম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সস্তায় এসি বিক্রি করার উদ্যোগ নিল মোদী সরকার। বাজারের দামের থেকে প্রায় ১৫-২০ শতাংশ কমে দামে এবার এসি কিনতে পারবে মানুষ মোদী সরকারের এই নতুন উদ্যোগে।

জুলাই মাস থেকে সস্তায় এসি বিক্রি করবে মোদী সরকার। অনলাইনে বুকিং করার ২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ডেলিভারি। গরমে থেকে বাঁচতে নিজের বাড়িতে এসি লাগানো নিয়ে আর ভাবতে হবে না আম ভারতবাসীকে। সরকার ঘরে ঘরে এসি পৌঁছে দিতে বাজার সস্তায় এসি বিক্রি করার উদ্যোগ নিল। সরকারি এই উদ্যোগের ফলে মানুষ বাজারে থেকে ১৫-২০ শতাংশ কম দামে এসি কেনার সুযোগ পাবে। সরকারি কোম্পানি ইইএসএল বাজারে এই এসি লঞ্চ করতে চলেছে। এই এসি গুলির দাম আপনার বাজেটের মধ্যেই হবে এবং একই সঙ্গে কম বিদ্যুৎ খরচও কম হবে এই এসি গুলিতে।

ঘরে বসেই শুধু মাত্র একটি ক্লিকে এসি কিনতে পারেন। অথবা থাকছে চমকপ্রদ এক্সচেঞ্জ অফারও। পুরনো এসির বদলে এক্সচেঞ্জ করে নতুন এসিও কিনতে পারেন তাহলে বিদ্যুৎ বিল প্রায় ৩৫-৪০ শতাংশ কমে যাবে।
আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরকার এই সুবিধা দেবে।

যদি এসি খারাপ হয়ে যায় তার জন্য আপনাকে কোম্পানির দরজায় দরজায় ঘুরতে হবে না। এলজি, প্যানাসনিক, ব্লুস্টার, গোদরেজ এর মত কোম্পানি এসি সাপ্লাই করার জন্য লাইনে রয়েছে।

অনলাইন বুকিং-র ২৪ ঘন্টার মধ্যে গ্রাহকের ঘরে এসি লাগানো গ্যারান্টি দিয়েছে সরকারি কোম্পানি ইইএসএল । জুলাই থেকে সাধারণ গ্রাহকদের জন্য মার্কেটপ্লেস লঞ্চ করবে কোম্পানি। ফলে জুলাই মাস থেকেই গ্রাহক সস্তায় এসি কিনতে পারবেন। কোম্পানি আগামী বছর পর্যন্ত দু লক্ষ মানুষকে সস্তিয় এসি বিক্রি করার টার্গেট নিয়েছে। তবে এসি সেইসব গ্রাহকরাই কিনতে পারবেন যাদের নামে বিদ্যুতের কানেকশন রয়েছে।

এই ইইএসএল কোম্পানি এর আগে ঘরে ঘরে সস্তায় এলইডি বাল্ব ও টিউব লাইট পৌঁছে দিয়েছে। কোম্পানির এবারে টার্গেট ঘরে ঘরে সস্তায় এসি পৌঁছে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.