দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও খোঁজ পাওয়া যায়নি দেবভূমিতে হড়পা বানের পর থেকে নিখোঁজ প্রায় ২০৬ জনকে। তাঁদের মধ্যেই ২৫-৩৫ জন আটকে রয়েছেন চামোলি জেলার তপোবন সুড়ঙ্গে। ২.৫ কিলোমিটার ওই সুড়ঙ্গে সোমবার থেকেই উদ্ধারকাজ চলছে, কিন্তু কাঁদামাটি ও ধ্বংসাবশেষের জন্য উদ্ধারকাজে অনেকটাই সময় লাগছে। ইতিমধ্যেই দেবভূমি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। সবমিলিয়ে মোট ২০৬ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার সকালে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩২টি দেহ উদ্ধার হয়েছে, ২০৬ জন নিখোঁজ। তাঁদের মধ্যে ২৫-৩৫ জন তপোবন সুড়ঙ্গে আটকে রয়েছেন। তপোবন সুড়ঙ্গে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ জওয়ানরা। ২.৫ কিলোমিটার সুড়ঙ্গে মঙ্গলবার রাতভর উদ্ধারকাজ চলতে থাকে। সুড়ঙ্গে আটকে থাকা মানুষজন এই মুহূর্তে কেমন রয়েছেন, তাও জানা যায়নি। ফলে উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে।
2021-02-10