কদিন আগে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার তাঁকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু৷ নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক ক্ষমা না চাইলে সেক্ষেত্রে দেওয়ানি বা ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু৷
কুলতলির সভা থেকে সারদ কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি দেখিয়ে শুভেন্দু সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেছিলেন অভিষেক৷ সেই চিঠি অনুযায়ী, সারদাকর্তাকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এছাড়াও একাধিক সভামঞ্চ থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য শুভেন্দুকে ‘তোলাবাজ’, ‘মীরজাফর’, ‘ঘুষখোর’ বলেও কটাক্ষ করেছেন অভিষেক। শুভেন্দুর আইনজীবী প্রশ্ন তুলেছেন, জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠি কীভাবে জনসভায় এলো? পাশাপাশি পরিকল্পনা করেই ওই চিঠি লেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দুর আইনজীবী৷ বিচারাধীন মামলার বিষয় নিয়ে অভিষেক মন্তব্য করেছেন বলেও শুভেন্দুর তরফে অভিযোগ তোলা হয়েছে৷
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানার পাশাপাশি দু’টি ই মেল মারফত আইনি নোটিশ পাঠানো হয়েছে৷ প্রসঙ্গত, কয়েক দিন আগে একই কায়দায় শুভেন্দু অধিকারীকেও আইনি নোটিস পাঠিয়েছিলেন অভিষেক৷ ‘তোলাবাজ ভাইপো’ বলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়ে ওই মঞ্চ থেকেই শুভেন্দু স্লোগান তুলেছিলেন, ‘তোলাবাজ ভাইপো’ হঠাও। তবে অভিষেকের নাম করেননি তিনি। তবে খেজুরির সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। কয়লা, বালি, গরু সবকিছুর তোলাবাজির সঙ্গে ভাইপো জড়িয়ে রয়েছে বলে অভিষোগ করেছিলেন তিনি। শুভেন্দু এও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে।চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শুভেন্দুকে জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে শুভেন্দুকে৷ সেইসঙ্গে ৩৬ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে সেক্ষেত্রে শুভেন্দুর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেকের আইনজীবী৷
এদিকে, শুভেন্দুর আইনি নোটিশ প্রসঙ্গে এখনও অভিষেকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।