নয়া মন্ত্রীসভা গঠন হয়নি ঠিকই, তবে ভোট যুদ্ধে নামবার আগেই আগামী ১০০ দিনের ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছিলেন নরেন্দ্র মোদী। গোটা দেশ যখন মোদী ঝড়ের দাপট ঘিরে নির্বাচনী ফলাফল নিয়ে ব্যস্ত,তখন রাতরাতি কাশ্মীরে এনকাউন্টারে খতম হয় কুখ্যাত জঙ্গি জাকির মুসা। আর এই ঘটনার কয়েকদিন বাদেই নেপাল থেকে গ্রেফতার হল দাউদ গ্যাং এর অন্যতম শাগরেদ ইউনস আনসারি। ইউনুসকে ভারতের জালনোট সমেত গ্রেফতার করা হয়েছে। নেপাল পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে সে। নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ইউনসকে গ্রেফতার করে নেপাল পুলিশ। ইউনিসের সঙ্গে ছিল আরও ৩ পাকিস্তানি ও একজন নেপালী। পাসপোর্টে দেখা গিয়েছে তারা পাকিস্তান থেকে নেপালে পৌঁছয়। নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিল আনসারি। আনসারি সম্পর্কে ভারতীয় গোয়েন্দারা যাবতীয় তথ্য দিতে থাকে নেপাল পুলিশকে। আরসেই সূত্র ধরেই এই গ্রেফতারি।
2019-05-25