দেশে করোনা সংক্রমণে কিছুটা লাগাম টানা গেলেও তা অব্যহত রয়েছে। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ১৬ হাজার ৩১১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৬১ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৫ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯২ হাজার ৯০৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ২২ হাজার ৫২৬ জন।
দেশজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ১৬০ জনের। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৬১ জনের।
অন্যদিকে কোন রাজ্যে কীভাবে টিকাকরণ সম্ভব, কোথায় কী ঘাটতি সম্ভবত ইত্যাদি নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ মুখোমুখি হবেন নমো।
সূত্রের খবর, সোমবার বিকেলে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মূলত আমজনতার কাছে ভ্যাকসিন কীভাবে, কত দ্রুত পৌঁছে দেওয়া যায়, এ বৈঠকে হয়তো সেদিকেই দৃষ্টি দেওয়া হবে। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, এসংক্রান্ত কোনও তথ্য এখনও সরকারি ভাবে জানা যায়নি।
ইতিমধ্যে অবশ্য কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ১৬ জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। শনিবার মোদীর সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা করা হয়।
জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের সবার আগে ভ্যাক্সিন দেওয়া হবে। এছাড়া ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ যারা সামনের সারিতে থেকে করোনার মোকাবিলা করছে, তাদের আগে ভ্যাক্সিন দেওয়া হবে। এরকম অন্তত ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কার আছে বলে মনে করা হচ্ছে।