আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রকৃত অর্থে প্রতিনিধিত্ব করে প্রবাসী ভারতীয়রা। শনিবার এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রয়োজনে পড়লে এরাই ভারতের সাহায্যের জন্য এগিয়ে আসে। এমনকি আন্তর্জাতিক বিষয় এরাই ভারতের চিন্তাকে প্রকৃত অর্থে সমর্থন করে। বিনিয়োগ এবং সংযোগের মাধ্যমে ভারতীয় অর্থব্যবস্থাকে সহযোগিতা করে চলেছে প্রবাসীরা বলে জানিয়েছেন তিনি। ষোড়শ ভারতীয় প্রবাসী দিবসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, ১৯১৫ সালের এই দিনে সবথেকে মহান প্রবাসী ভারতীয় মহাত্মা গান্ধী ভারতে ফিরে এসেছিলেন। সামাজিক সংস্কার এবং স্বাধীনতা আন্দোলনকে ব্যাপক পর্যায় পথ দেখিয়ে চলেছিলেন। পরবর্তী তিন দশকে তিনি দেশের মূল ভিত্তিকে পরিবর্তন করতে পেরেছিলেন। এর আগে দুই দশক বিদেশে যাপনকালে ভারতের উন্নয়নের মূল নীতিগুলোকে চিহ্নিত করেছিলেন তিনি। ব্যক্তিগত এবং সামাজিক জীবনের লক্ষ্যে প্রবাসী ভারতীয় দিবস গান্ধীজীর সেই আদর্শগুলোকে স্মরণ করার সুযোগ করে দিয়েছে। গান্ধীজীর ভারতীয়ত্ব বোধ, অহিংসা, নৈতিকতা, সরলতা এবং সতত উন্নয়নের গুরুত্ব দেওয়া আমাদের পথ দেখিয়ে চলবে। প্রবাসী ভারতীয় দিবসের সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্যই প্রবাসীদের সঙ্গে সম্পর্ক আবার শক্তিশালী হয়ে উঠেছে। এর জন্য দেশ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতি ঋণী। ২০০৩ সালে প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করা শুরু হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। মাতৃভূমির সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার জন্য কাজ করে গিয়েছিলেন তিনি।
2021-01-10