(জমি সংক্রান্ত বিবাদ নিয়ে) সাম্প্রদায়িক উত্তেজনা উত্তরপ্রদেশের বারবাঁকি অঞ্চলে: ঘটনাস্থলে পুলিশ, অভিযোগের তীর স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে –
উত্তরপ্রদেশের বারবাঁকি অঞ্চলে একটি স্থানীয় মন্দির লাগোয়া জমিকে কবরস্থানের জমি হিসেবে দাবি করা নিয়ে উত্তেজনা ছড়ায়। ‘জাগরণ’ এর প্রতিবেদন অনুযায়ী ওই এলাকার কিছু মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষ স্থানীয় কবরস্থান থেকে মন্দির পর্যন্ত ব্যারিকেড করে দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবেই এই ঘটনাকে দেখছেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছে তাঁরা ওই ব্যারিকেড সরিয়ে দেন।
সূত্র অনুযায়ী কবরস্থানটি দরিয়াবাদ ও তেলমা গ্রামের সীমানায় অবস্থিত। কাছেই একটি পুকুর সংলগ্ন এলাকায় রয়েছে মন্দিরটি। মঙ্গলবার হঠাৎই কিছু লোক মন্দিরে গিয়ে মন্দিরের বাইরের জমি কবরখানার বলে দাবি করতে থাকেন। এরপর সেখানে বেড়াও তুলে দেন তারা। তেলনা গ্রামের মানুষজন এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।
সময়ের সাথে সাথে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হিংসা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয় স্থানীয় এলাকায়। হুসাইপুর গ্রামের মানুষজন ও প্রতিবাদে সামিল হন। তারা সকলে মিলে ব্যারিকেড সরিয়ে দেন।
শীঘ্রই পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজস্ব বিভাগের একটি দল ও এলাকায় পৌঁছেছে ওই জমির সঠিক মালিকানা নির্ণয় করতে।
~ আদিত্য