হিন্দু দেবতা ও অমিত শাহকে অপমান করা হয়েছে। এই অভিযোগে গ্রেফতার করা হল এক স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। অমিত শাহ সম্পর্কে ‘অশ্লীল মন্তব্য’ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইন্দোরের একটি ক্যাফেতে কমেডি শো চলাকালীন গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছিল ইন্দোরের জনপ্রিয় ফাইভ ডি এলাকার একটি ক্যাফেতে। আর সেখানে কমেডি শো-এর আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুনাওয়ার ফারুকী। ওই দিন রাতে স্পেশাল শো করার জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল।
শো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। কেবল ফারুকী নয়, ওই শো-এর সঙ্গে যুক্ত আরও চার জন- প্রখর ভায়াস, প্রিয়ম ভায়াস, নলিন যাদব এবং শো-কোঅর্ডিনেটর এডউইন অ্যানথনিকে পুলিশের হাতে তুলে দেয় সংগঠনের নেতারা।
হিন্দুরক্ষা সংঘের সদস্য এবং বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য গৌর ফারুকীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ওই কমেডিয়ানের বিরুদ্ধে।
তিনি বলেছেন, “মুনাওয়ার ফারুকী অপরাধী। অতীতে সে হামেশাই বিভিন্ন শো-তে হিন্দু ধর্মকে তুচ্ছ এবং ব্যঙ্গ করেছেন। আমরা যখন এই অনুষ্ঠানটি সম্পর্কে জানতে পারলাম তখন আমরাও শো-এর টিকিট কিনেছিলাম। শো চলাকালীন ফারুকী হিন্দু ধর্মকে টেনে নিয়ে শুধু ব্যঙ্গ করেননি, তিনি আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’কেও অপমান করেছে। আমরা ইভেন্টটি তৎক্ষনাৎ থামিয়ে দি। দর্শকদের বাইরে নিয়ে যাই। তারপরেই ফারুকী ও ইভেন্টের আয়োজকদের স্থানীয় থানায় নিয়ে গিয়েছিলাম। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করি।’’
গৌর কমেডি শো-এর একটি ভিডিও ফুটেজও জমা দিয়েছেন। ফারুকী এবং তাঁর চার বন্ধু এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।