বিজেপি যোগ দিয়েছেন ১২ দিন হল। বছরের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বড় পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল শুভেন্দু অধিকারীকে।
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য একটি পদ। অর্থাত্ দলে যোগ দেওয়ার পক্ষ কাল কাটার আগেই শুভেন্দুকে সেই মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
অনেকের মতে শুভেন্দুকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্য বিজেপির অনেক নেতা সিআইএসএফের নিরাপত্তা পান। কিন্তু শুভেন্দুকে সিআরপিএফের নিরাপত্তাবলয় ঘিরে রাখে। তাঁর পিছনে কালো স্যুট পরে যে নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে থাকেন তাঁরা সিআরপিএফের নিরাপত্তারক্ষী। এতেই অন্যদের সঙ্গে শুভেন্দুর ফারাক স্পষ্ট।
এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দুকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করে ঠিক কী লজিস্টিক সাপোর্ট দিতে চাইলেন মোদীরা?
পর্যবেক্ষকদের মতে, এক তো বাংলারজন্য জুট কর্পোরেশন অত্যন্ত প্রাসঙ্গিক। দুই, কলকাতার নেলি সেনগুপ্ত সরণিতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দফতর রয়েছে। কলকাতায় এলে শুভেন্দু সেখানে অফিসে বসতে পারবেন। তাঁর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। চাইলে নিজাম প্যালেসেও বসতে পারবেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা।
তা ছাড়া রাজ্যের অন্যত্র দলের কাজে গেলে সিআরপিএফ বা বিএসএফ গেস্ট হাউসে থাকতে পারবেন শুভেন্দু। হোটেলে থাকার প্রয়োজন হবে না।
মেদিনীপুরের সভা শেষে অমিত শাহ তাঁর চপারে তুলে নিয়েছিলেন শুভেন্দুকে। কলকাতায় এসে বৈঠকও করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছেন শুভেন্দুকে।