মঙ্গলবার , ১১-র ঘরেই ঘোরাফেরা করছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার থেকে তা এগারোর কাছাকাছি আসে। তারপর থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা থাকছে ওই একই স্থানেই। মরসুমের এ যাবৎ শীতলতম দিনের রেকর্ড ভাঙে গত রবিবার। আজ ২৭ ডিসেম্বর হাওয়া অফিসের রেকর্ড ও তথ্যের ভিত্তিতে মরসুমের শীতলতম দিন ছিল কলকাতায়। আজ ২৯ ডিসেম্বর কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার পারদও নীচের দিকেই রয়েছে। এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার বিকালে ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৯ শতাংশ , সর্বনিম্ন ৪১ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের তাপমাত্রাও সকালে রয়েছে ১২.৫ ডিগ্রিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
প্রসঙ্গত ২৫ ডিসেম্বরের আগেই জানানো হয়েছিল, তাপমাত্রা শহরে অল্প বাড়লেও তা দ্রুত ফের নামবে। ঠিক সেটাই হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে ২৭ ডিসেম্বর ২০২০ শীতের মরসুমের শীতলতম দিন ছিল। ২১ ডিসেম্বর সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে রবিবার আরও ০.২ ডিগ্রি নামে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা শনিবার বিকালে ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৯ শতাংশ , সর্বনিম্ন ৩৮ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার বিকালে ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।