আজ সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেরও ফল ঘোষণা হবে। কারা বাংলায় বাজিমাত করবেন, এই প্রশ্ন এখন লাখ টাকার। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সন্দেহ নেই। তবে গত কয়েকবছরে বাংলায় ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি। একইসঙ্গে ক্রমান্বয়ে শক্তিক্ষয় হয়েছে বাম-কংগ্রেসের। তৃণমূল কি নিজেদের জেতা আসন ধরে রেখে এগোতে পারবে? বিজেপি কি এবার রেকর্ড ভালো ফল করবে বাংলার মাটিতে? বাম অথবা কংগ্রেস কি সমীক্ষার ফলাফলকে মিথ্যা প্রমাণিত করে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ জানা যাবে ভোটের ফল বেরোলে। একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের সমস্ত আপডেট।
May 23, 2019 8:42 AM
৯টি কেন্দ্রের মধ্যে ৫টিতে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
May 23, 2019 8:41 AM
দার্জিলিং থেকে বিজেপির রাজু সিং বিস্ত, জলপাইগুড়ি থেকে বিজয় কৃষ্ণ বর্মন, আলিপুরদুয়ার থেকেও এগিয়ে বিজেপি।
May 23, 2019 8:40 AM
ঘাটালে ভারতী ঘোষকে পিছনে ফেলে এগিয়ে দেব।
May 23, 2019 8:32 AM
সাতটি আসনের প্রাথমিক গণনা সামনে এল। তৃণমূল ৩টিতে, বিজেপি ২টি ও কংগ্রেস ২টিতে এগিয়ে গেল।
May 23, 2019 8:21 AM
রাজ্যের ২টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস।
May 23, 2019 8:17 AM
২টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি।
May 23, 2019 8:11 AM
বিজেপি নয় এবার এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে বিজয়চন্দ্র বর্মন।
May 23, 2019 8:07 AM
শুধু হল ভোটের গণনা। একটি আসনে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে বিজেপি। কোচবিহারে এগিয়ে শুরু করল গেরুয়া শিবির।
May 23, 2019 7:12 AM
সকাল ৮টা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে শুরু হবে গণনা। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
May 23, 2019 7:11 AM
বাংলার ৪২টি আসনে কারা এগিয়ে থাকে তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।
May 23, 2019 6:41 AM
গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় রাখা হয়েছে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
May 23, 2019 6:41 AM
পশ্চিমবঙ্গে গণনা কেন্দ্রের সংখ্যা ৫৮ টি