সশরীরে নয়, ভার্চুয়ালি বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

আগামী ২৪ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনার জন্য রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিজেপ নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও অনুপম হাজরা।

জানা গিয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আগামী ২৪ ডিসেম্বরের অনুষ্ঠান নিয়েই আলোচনা হয় কৈলাশ, অনুপমদের। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ। তবে প্রধানমন্ত্রী সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়ালি বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এদিন বেশ কিছুক্ষণ উপাচার্যের সঙ্গে বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা। একাধিক বিষয়ে কথা হয় তাঁদের। জানা গিয়েছে, বিশ্বভারতীর মেলা মাঠের পাঁচিল ভাঙার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। যদিও এবিষয়ে পরে সাংবাদিকদের বিশদে কিছু জানাতে রাজি হয়নি কোনও পক্ষই। তবে এদিনও রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে সরব হয়েছেন অনুপম হাজরা।

একুশের বিধানসভা ভোট আসন্ন। তার আগে বিভিন্ন মাধ্যমকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করছে একাধিক রাজনৈতিক দল। সাহায্য নেওয়া হচ্ছে সোশাল মিডিয়ার।

জনসংযোগ বাড়াতে যে কোনও কৌশল ব্যবহারে কসুর ছাড়ছে না রাজনৈতিক দলগুলি। এই আবহেই দিন কয়েকের মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। বাংলায় এসে দলের রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.