রাজ্য সফরে এসে বাংলার ন’টি জেলায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভার্চুয়াল সভার মাধ্যমে এই ন’টি জেলায় কার্যালয়ের উদ্বোধন করলেন তিনি। নদিয়ার রানাঘাট, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, আসানসোল, মালদা, বর্ধমান, ঝাড়্গ্রাম এবং উলুবেড়িয়ায় দলীয় অফিসের উদ্বোধন করেন তিনি।
বুধবার দুদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন দমদম বিমানবন্দর হয়ে হেস্টিংসের বিজেপির রাজ্য কার্যালয়ে প্রথম আসেন তিনি। তারপর রাজ্যের বিভিন্ন প্রান্তের নটি জেলার দলীয় কার্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন। ভূমি পুজো শেষ করে দলের আইটি সেলের একটি অফিসের উদ্বোধন করেন জেপি নাড্ডা।
অফিসটি উদ্বোধন করার পর দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, আপনারা খুব ভালো কাজ করছেন। আশা রাখছি এই ভাবেই আপনারা দলের হয়ে ভালো কাজ করবেন। আপনাদের পরিশ্রমই দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন জেপি নাড্ডা।
জেপি নাড্ডা যখন নির্বাচন পরিচালনার জন্য অফিসের ভূমি পুজোয় ব্যস্ত ছিলেন সেই সময় কয়েকজন যুবক তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আচমকাই হেস্টিংসের অফিসের বাইরে কয়েকজন যুবক জেপি নাড্ডা গো ব্যাক স্লোগান তুলতে শুরু করেন। কালো পতাকা ও কালো জামা পড়ে তারা বিক্ষোভ দেখান। কিছুক্ষণের মধ্যে অবশ্য পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।