“ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ আছে।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। রবিবার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় আয়োজিত বিজেপির এক কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই বক্তৃতায় প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন। এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতবেন কিনা সন্দেহ আছে।” এমন কথা বলেই ক্ষান্ত হননি তিনি। মুকুল আরও বলেন, “প্রত্যেক বিজেপি কর্মীদের মনে রাখতে হবে নিজের ভোট নিজেকেই দিতে হবে এবং নিজের বুথকে নিজেই রক্ষা করতে হবে। এই কাজটা করতে পারলেই আমাদের জয় আসবেই।”
এদিন সভায় পূর্ববর্তী বক্তারা মুকুল রায়কে বাংলার রাজনীতির চাণক্য বলে ব্যাখ্যা করেন। সভায় হাজির বক্তা ও শ্রোতাদের উদ্দেশ্যে মুকুল রায় বলেছেন, “এই সভায় অনেকেই আমাকে চাণক্য বলে অভিহিত করলেন। কিন্তু আমাকে এভাবে চাণক্য বলবেন না। আগামী বিধানসভা নির্বাচনে যদি দু’শোর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের যদি দুশোর বেশি আসনে জয়ী করতে পারি। তাহলে আপনাদের কাছ থেকে এসে সম্বর্ধনা নিয়ে যাব। তখন এসব কথা বলবেন, শুনবো।” তিনি আরও বলেন, “মনে রাখতে হবে আমাদের দলের নেতা প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। যিনি পৃথিবীর জনপ্রিয় জননেতা। অমিত শাহজি, জেপি নাড্ডাজিও আছেন। তাই তাদের নেতৃত্বে আমরা আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করব। আশাবাদী আপনারা সকলে যদি নিজেদের বুথ রক্ষা করতে পারেন তাহলে আমাদের যায় কেউ আটকাতে পারবে না।”
2020-12-06