লোহার বিম ভেঙে গুরুতর জখম হলেন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা৷ জখম পাঁচজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷ তবে রেলের তৎরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে৷
সোমবার সোমবার সকাল ৭টা নাগাদ আচমকা এক নম্বর প্ল্যাটফর্মের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার বিম৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এক নম্বর প্ল্যাটফর্মের সামনে প্রায় ১৫ ফুট লম্বা লোহার পাতটি বহুদিন ধরেই বিপজ্জনক ভাবে ঝুলে ছিল।
তাঁরা জানান, উলুবেড়িয়ার বাসিন্দা শামীমা বেগম নামে এক মহিলা গুরুতর জখম হয়েছেন। আরামবাগে যাওয়ার ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। লোহার পাত ভেঙে পড়ায় তাঁর মাথা ফেটেছে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান বাকি যাত্রীরা। তাঁর মাথায় সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
শামিমা ছাড়াও আহত হয়েছেন আরও চারজন। তার মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার পরই যাত্রীদের সরিয়ে জায়গা ঘিরে ফেলে রেলপুলিশ। ঘটনাস্থলে পৌঁছন রেলপুলিশের অফিসাররা।
এদিনের ঘটনায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। নিত্যযাত্রীর দাবি, ধরেই ঝুলছিল লোহার পাতটি। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিন আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।