ABP Ananda এর Opinion Poll এর মতামত ছিল 2019 এর সাধারণ নির্বাচনে;
তৃণমূল 38%,
BJP 26%,
বামফ্রন্ট 24%,
কংগ্রেস 10%
ভোট পাবে।

আবার একই ABP এর বুথ ফেরত সমীক্ষার মতে একই নির্বাচনে;
তৃণমূল 41%,
বিজেপি 39%,
বামফ্রন্ট 8%,
কংগ্রেস 7%
ভোট পাবে।

এখানে মনে রাখা প্রয়োজন যে ABP এর ওপিনিয়ন পোল ও প্রথম দফার বুথ ফেরত সমীক্ষার মধ্যে সময়ের ব্যবধান 5 দিনও নয়

যদিও গত দুমাসে এমন কোন বড় ঘটনাই ঘটেনি যা এত কম সময়ে বাংলার ভোটকে এভাবে তৃণমূল-বিজেপির মধ্যে Polarised করতে পারে এবং ABPএর মতে 24% ভোটব্যাঙ্ক থাকা তথাকথিত নির্ণায়ক বামপন্থীদের নিশ্চিহ্ন করে দিতে পারে ;

একমাত্র ব্যতিক্রম একেবারে শেষ দফার আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা কিন্তু এই ঘটনা বামেদের ভোট নিশ্চিহ্ন করে বিজেপি তৃণমূলের ভোট বাড়াবে কোন আহম্মকও এমন কথা বলবে না।

তাহলে ভোটের আগে তৃণমূলের জন্য 31 টি, বিজেপির 7 টি, আর কংগ্রেসের 4 টি আসন দেখানো হল আর তার ঠিক 7 দিন পর শুরু হওয়া Exit Poll এর Sample Survey অনুযায়ী তৃণমূল 24 টি, বিজেপি 16টি আর কংগ্রেস 2টি আসন পাওয়া কি করে সম্ভব?????

নিশ্চিতভাবেই হয় ভোটের আগের Opinion Poll অথবা এই Exit Poll যেকোনো একটি পুরোপুরি ভ্রান্ত এবং ভোটার বা মানুষেকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে।

সেটা তুমুল বিজেপি বিরোধীতার জন্য যাতে ভোটের আগে বিজেপি কর্মী বা বিজেপি মনোভাবাপন্ন ভোটাররা উজ্জীবিত না হয় সেজন্য হতে পারে,

আবার ভোটের আগে বামেদের এগিয়ে দিয়ে বিরোধী ভোট বিচ্ছুরিত করে তৃণমূলকে সুবিধা পাওয়ানোরা লক্ষ্যেও হতে পারে,

উল্টোদিকে Vote Counting এর আগে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্যও হতে পারে।

এখন Opinion Poll না Exit Poll কোনটা ভ্রান্ত এবং কি প্রয়োজনে ব্যবহার করা হয়েছে সেটার বিচার নিজের যুক্তিবুদ্ধির নিরিখেই করুন;

কিন্তু ABP যে জনমতকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং সর্বদা করে চলেছে সেটা হয়তো দিনের আলোর মতো স্পষ্ট।

দ্বৈপায়ন ভারতীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.