মারণ সংক্রামক ভাইরাস করোনার হামলায় বিশ্ব জুড়ে আক্রান্ত ৬ কোটির বেশি। মৃত ১৪ লক্ষের অধিক। ৪ কোটির বেশি সুস্থ। প্রতিরোধী টিকার ব্যবহার শুরু হচ্ছে। এই অবস্থায় নতুন গবেষণা রিপোর্টে বলা হয়েছে, যাদের দেহে ‘O+/O-‘ গ্রুপের রক্ত আছে, তাদের করোনার সংক্রমণ ঝুঁকি কম।
২ লক্ষ ২৫ হাজার ৫৫৬ জন কানাডিয়ানের দেহে গবেষণা করে এমন তথ্য পেয়েছেন গবেষকরা। এছাড়াও বলা হয়েছে, ভিটামিন-ডি সেবন করোনা প্রতিরোধে খুব একটা সহায়ক নয়। অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনের গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানান, যাদের রক্তের গ্রুপ-‘A’, ‘AB’ অথবা B, তাদের তুলনায় যাদের রক্তের গ্রুপ ‘O’, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ১২ ভাগ কম। এদের ক্ষেত্রে করোনায় ভয়াবহ ঝুঁকি বা মৃত্যুর ঝুঁকিও শতকরা ১৩ ভাগ কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ওয়ার্লডোমিটার রিপোর্টে এসেছে করোনাভাইরাস সংক্রমণের সাম্প্রতিক তথ্য। শনিবার ৬ লক্ষের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট রোগীর সংখ্যা ৬ কোটি ২১ লক্ষ ছাড়িয়ে গেছে।
করোনা হামলায় মারা গেছেন ১৪ লক্ষ ৫১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লক্ষের বেশি।
করোনা হামলায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ১ কোটি ৩৪ লক্ষের বেশি। মৃত ২ লক্ষের অধিক। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে ভারত। ৯৩ লক্ষ ৫১ হাজারের বেশি আক্রান্ত। ব্রাজিল মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে। এই দেশে করোনায় মৃত ১ লক্ষ ৭১ হাজারের অধিক।