ব্যস্ত রাস্তার মোড় আচমকাই থমকে গিয়েছিল গুলির বিকট আওয়াজে। রাস্তা জুড়ে তখন মানুষের চেঁচামেচি, ছোটাছুটি। গুলি চলছে এলোপাথাড়ি। অশান্তি বেধে গেছে এলাকারই দুই কুখ্যাত দুষ্কৃতী দলের মধ্যে। রবিবার বিকেলে দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা মোড় মেট্রো স্টেশনের কাছে এই ভাবেই ছড়াল আতঙ্ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিকেল ৪টে থেকে মোট ১৫ রাউন্ড গুলি চলেছে দ্বারকা মোড়ের কাছে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীদের প্রতিহত করতে পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে প্রাণ যায় আরও একজনের।
মৃতদের দু’জনই দুষ্কৃতীদলের বলে জানিয়েছে পুলিশ। দিল্লির নাওয়াদার বাসিন্দা পারভিন গহলৌত এবং হরিয়ানার বাসিন্দা বিকাশ দালাল। এই দু’জনের নামেই দিল্লি ও হরিয়ানার কাছে খুন, অপহরণ, ডাকাতি তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে বিকাশকে গ্রেফতার করেছিল পুলিশ। গত বছরই জামিনে ছাড়া পেয়েছে সে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, গতকাল বিকেলে বিকাশ ও পারভিনের দলের মধ্যে ঝামেলা লেগে যায়। পারভিনের গাড়ি আটকে গুলি চালাতে শুরু করে বিকাশ ও তার দলের তিন জন। পাল্টা গুলি ছোড়ে পারভিনও। শুরু হয়ে যায় দু’পক্ষের গুলির লড়াই। মেট্রো স্টেশনের কাছাকাছিই ছিল পুলিশের ভ্যান। খবর পেয়ে সেটি তড়িঘড়ি পৌঁছয় ঘটনাস্থলে। দুষ্কৃতীদের রুখতে গুলি চালায় পুলিশ। বিকাশের গুলি লাগলেও পালিয়ে যায় তার দলের দু’জন। অন্যদিকে গুলিতে জখম হয় পারভিনও। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাদের।
বিন্দাপুর থানায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিকাশের দলের লোকজনকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।