২৪ ঘন্টা কাটাতে না কাটতেই তৃণমূলের আক্রমণের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি কলকাতা পুলিশকে জানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তার পালটা জবাবও দিতে ছাড়েননি রাজ্যপাল। সমালোচনার সুরে তিনি লেখেন, “রাজ্যে আইন শৃঙ্খলার শাসন বলে কিছু নেই। আমি তৌ আর চুপ করে বসে থাকতে পারি না। আমি সংবিধানের প্রতি দায়বদ্ধ। যা বলার বা করার সংবিধান মেনেই করব।” মনে করা হচ্ছে এমন কথা বলে তিনি তৃণমূল নেতৃত্বের দিকেই নিজের উত্তর ছুঁড়ে দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা দাবি তুলেছিলেন। তার পাল্টা জগদীপ ধনকর স্পষ্ট করে দিলেন, তৃণমূল যা করেছে তা সংবিধান বহির্ভূত।
শুক্রবার সকালে পরপর তিনটি টুইট করে নিজের জবাব স্পষ্ট করেন ধনখড়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন বলেও অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে রাজ্যের সকল নাগরিককে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। সংবিধান রক্ষায় সারাক্ষণ কাজ করে চলেছেন বলেও দাবি জগদীপ ধনখড়ের। আরেকটি টুইটে আবারও অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। সঙ্গে আইজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রাজ্যপাল। ক্ষমতাকে ভুল কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা ছিল, কল্যান বন্দ্যোপাধ্যায়ের উত্তোলনের পর যে কোনও সময় তার জবাব দেবেন রাজ্যপাল। শুক্রবার সকালে তথ্য-প্রমাণসহ তিনটি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে (Mamata Banerjee Govt.) সতর্ক বার্তা দিয়েছেন জাগদীপ ধনখড়।