ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল। যার জেরে ভয়ে ভোট দিতে আসছিলেন না ভোটাররা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভোটারদের আস্থা বাড়াতে গ্রামে চলছে বিশেষ টহলদারি। বিরোধীদের এবং স্থানীয় মানুষের অভিযোগ, আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা আগের দিন হুমকি দিয়েছে। সেই ভয়েই ভোট দিতে বেরোচ্ছিলেন না গ্রামবাসীরা। তবে পুলিশ আসার পর পরিস্থিতি বদলাচ্ছে ধীরে।
এদিকে বেলগাছিয়ার বুথে উত্তেজনা। সিপিএমের এজেন্টকে বসতে ‘বাধা’। গুরুদাসপল্লির ২২৩ নম্বর বুথের ঘটনা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রার্থীর।
শেষ দফায় আজ ভোটপর্ব উত্তর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে, যাদবপুরে, বারাসতে, দমদমে, বসিরহাটে, জয়নগর, মথুরাপুরে ও ডায়মন্ড হারবার আসনে। নিরাপত্তায় রয়েছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।