করোনা ভীতি বাড়ছে রাজধানীতে। নয়াদিল্লি প্রত্যক্ষ করছে ভয়াবহ করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭০৫৩ জন। তবে তাঁর চেয়েও ভয়ানক ব্যাপার হল করোনার দাপটে শুধুমাত্র একদিনেই দিল্লিতে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যা কিনা এযাবৎ কালের সর্বাধিক রেকর্ড।
এর আগে করোনা জেরে দিল্লিতে সর্বাধিক মৃত্যু হয়েছিল ১৬ জুন। এদিন মৃত্যু হয়েছিল ৯৩ জনের। সেই রেকর্ড ভেঙে ১০০-এর কোঠা পার হয়ে গেল বৃহস্পতিবার।
দিল্লিতে বর্তমানে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ২৮ এ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ১৬ হাজার জনের বেশি। ন্যাশনাল সেন্টার ফর ডিসাস্টার কন্ট্রোল ৮ অক্টোবর আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল চলতি শীতে দিনে ১৫ হাজার সংক্রমণ দেখতে পারে নয়াদিল্লি। শীতের শুরুতেই যেভাবে করোনা ব্যাটিং শুরু করেছে, তাতে কিছুদিনের মধ্যেই ১৫ হাজারের রেকর্ড ছোঁয়া অসম্ভব না।
উল্লেখ্য, উৎসবের মরসুম পার করতেই দিল্লিতে লাগামহীন হয়ে পড়েছে সংক্রমণ। একদিকে উৎসবের মরসুম শুরু ও অন্যদিকে দিল্লির হাড়কাপানো শীতের শুরু এই দুইয়ের ফলে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ।
দিল্লি বা এনসিআর-এ বায়ুর গুণমানও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ শীতকালে ওই এলাকায় বায়ুদূষণ অত্যন্ত বেশি। ফলে করোনা বাড়তে পারে ব্যাপক হারে।
অন্যদিকে করোনা ভ্যাকসিন নিয়ে আশার কথা শুনিয়েছেন হু চিফ টেড্রস আধানম। ট্যুইটারে তাঁর দাবি, ২০২০-র মধ্যেই এসে যাবে ভ্যাক্সিন। অর্থাৎ ভ্যাক্সিন নিয়ে গবেষণা যে শেষের পথে, তা স্পষ্ট।