পূবে তাকাও নীতির মূল ভিত্তিই হচ্ছে ভারতের সঙ্গে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলা। এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারত ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে একাত্মবোধ অনুভব করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ১৭তম আসিয়ান-ভারত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের সঙ্গে আসিয়ানের যোগাযোগ ব্যবস্থা আরো বলিষ্ঠ করে তোলার ক্ষেত্রে বরাবর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক গুরুত্ব হচ্ছে আসিয়ান এবং ভারতের সঙ্গে সামাজিক, আর্থিক, ডিজিটাল, বাণিজ্যিক, নৌ সম্পর্ককে আরও প্রসারিত করা। বিগত কয়েক বছরে এই সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন যে ফারাক রয়েছে তা মেরামতি করতে সেতুর মতন কাজ করবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আসিয়ান গোষ্ঠী ভুক্ত দেশগুলি যা ভাবে। ভারতও সেই একই ভাবনার শরিক। উল্লেখ করা যেতে পারে, এই সম্মেলনে দশটি আসিয়ান ভুক্ত দেশ অংশগ্রহণ করেছে।
2020-11-12