লোকাল ট্রেনের (Local Train) সংখ্যা বাড়ানো যায় কিনা মূলত লোকাল ট্রেনের তা নিয়ে আজ ভবানী ভবনে বৈঠকে বসছে রেল ও রাজ্য । সাড়ে সাত মাস পর বুধবার থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। প্রথম দিনেই যাত্রীর চাপ ছিল বেশি। হাওড়া ডিভিশনে ২০২টি ট্রেনের পরিবর্তে সন্ধ্যা পর্যন্ত ২৫০টি ট্রেন চালানো হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন থেকে জানিয়েছেন, আরো বেশি ট্রেন চালানোর কথা। তিনি জানান, অতিমারির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তাই সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনি। তাদের রোজগার মার খেয়েছে। রেলকে বলব বেশি করে ট্রেন চালানো যাতে গাদাগাদি করে মানুষ চেনে না ওঠেন। জীবনুনাশের কাজটাও যেন ভালোভাবে হয়। সবাই মাস্ক পড়ে ট্রেনে উঠেন।
কারণ প্রথম দিনেই লোকাল ট্রেন ধরার জন্য শিয়ালদহ ডিভিশনের ক্যানিং ডায়মন্ডহারবার সোনারপুর শাখায় যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। পাশাপাশি বনগাঁ, বারাসাত, হাসনাবাদ শাখাতেও চোখে পড়ে ভিড় । যাত্রীদের দাবি একমাত্র ট্রেনের সংখ্যা বাড়ালেই এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সেই কারণে আজ বৈঠকে বসছে ভবানী ভবনে রেল ও রাজ্য।