রাজ্য পুলিশ বিভাগে যুক্ত হচ্ছে নতুন তিনটি ব্যাটেলিয়ন। রাজ্য পুলিশের সঙ্গেই এবার যুক্ত হচ্ছে গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহল ব্যাটেলিয়ন ও কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়ন। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের সার্বিক নিরাপত্তায় এবার আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাহাড়ের নিরাপত্তায় তৈরি হচ্ছে গোর্খা ব্যাটেলিয়ন। জঙ্গলমহল এলাকার জন্যও একটি ব্যাটেলিয়ন তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে আরও জানিয়েছেন, নতুন যে তিনটি ব্যাটেলিয়ন তৈরি হবে সেখানে কমপক্ষে ৩০০০ জনকে নিয়োগ করা হবে। তবে ঠিক কবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে তিনটি ব্যাটেলিয়ন তৈরি হবে সেবিষয়ে তিনি কিছু জানাননি। রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরাই সেই বিষয়টির দেখভাল করবেন বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন।
বুধবার নবান্নে রাজ্য় মন্ত্রিসভার বৈঠক শেষে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুম টেট উত্তীর্ণদের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই রাজ্যের টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেই চাকরির দাবিতে সরব হয়েছেন টেট উত্তীর্ণরা।
তবে বর্তমান পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের জন্য তৎপরতা নিতে পারেনি সরকার। তবে বুধবার টেট উত্তীর্ণদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, টেট উত্তীর্ণদের নিয়োগ করবে রাজ্য সরকার।
করোনা কমলেই টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। ২ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি।