লাদাখের পর এবার অরুণাচল প্রদেশের সীমান্তে অশান্তি পাকানোর ছক কষছে চিন। আর তাই তিব্বতের ওপর দিয়ে রেললাইন তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন চিনের রাষ্ট্রপতি শিং জিনপিং (Xi Zingping)। অরুণাচল প্রদেশের ওপারে অবস্থিত তিব্বতের লিনঝি থেকে চিনের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত সিচুয়ান প্রদেশের চেংডু পর্যন্ত ৪৭.৮ বিলিয়ন ডলারের রেল প্রকল্প তৈরি করছে চিন। এমনটাই জানতে পেরেছে ভারতীয় সেনারা। সূত্রের খবর প্রশাসনিক আধিকারিকদের সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন চিনের শিং জিনপিং। এই রেল প্রকল্প চিনের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, কুইনঘাই-তিব্বত রেল প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেই সিচুয়ান-তিব্বত রেললাইন তৈরির কাজ শুরু করে চিন। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে ইয়ান ও কোয়ামডো হয়ে তিব্বতের লাসা পর্যন্ত ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে চেংডু থেকে লাসা যেতে ৪৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ১৩ ঘণ্টা লাগবে। এবং লিনঝি এলাকাতেও পৌঁছে যাবে খুব কম সময়ে। এর ফলে খুব সহজেই অরুণাচল প্রদেশের সীমান্তে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করতে সমর্থ হবে চিন। সেই কারণেই চিনা রাষ্ট্রপতি শিং জিনপিং এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। ভারত সরকারও চিনের এই রেল প্রকল্পের উপর বিশেষ নজর রাখছে বলেই খবর। এই ট্রেন লাইন নির্মাণের অছিলায় যাতে ভারতীয় সীমান্তে আবারও কোন বড়োসড়ো গোলমাল না ঘটাতে পারে পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army) সেদিকেই নজর নয়াদিল্লির।