‘‘সারদার টাকা কারা খেয়ে সততার প্রতীক হয়েছিল, সেটা বোঝা গেল৷’’ সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
এদিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই৷ সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না এই নির্দেশ দিয়েছেন৷ তবে আগামী সাতদিনের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন আইপিএস রাজীব কুমার৷ নির্দেশ দেশের শীর্ষ আদালতের৷ অর্থাৎ, আগামী সাতদিন কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করা সম্ভব নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের৷
রায় নিয়ে প্রতিক্রিয়ায় সোমেন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বার্থ না থাকলে সেদিন তিনি তৎকালীন পুলিশ কমিশনারের বাড়িতে ছুটতেন না এবং রাস্তায় বসতেন না। রাজীব কুমারকে দিয়ে তিনি যে সারদার নথি লোপাট করেছেন যে বিষয়ে দ্বিমত নেই। সুপ্রিম কোর্টের এই রায়ে এবার সব সত্যি প্রকাশ পাবে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই রায়কে স্বাগত জানালেও সেদিন রাজীব ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যা প্রদেশ নেতাদের চরম অস্বস্তিতে ফেলেছিল।এদিন তার ব্যাখ্যা দিয়ে দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, আমরা এই রায়ে খুশি। আর রাহুল গান্ধী তো বলেননি যে, সাধারণ মানুষের টাকা যারা খেয়েছে তাদের বাড়িতে সিবিআই যেতে পারবে না।
এদিন বিধানভবনে এসেছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব। তিনিও এই রায়কে স্বাগত জানিয়েছেন। মমতার ধরনা প্রসঙ্গে বলেন, সব রাজনৈতিক দলেরই আন্দোলন করার অধিকার আছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আমি সম্মান করি।