তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৃহস্পতিবার তিনি মধ্যাহ্নভোজ সেরেছেন বাঁকুড়ার এক আদিবাসী পরিবারে৷ আর দ্বিতীয় দিন অর্থাৎ আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ সারবেন মতুয়া পরিবারে৷ বাগুইআটির আদর্শপল্লির মতুয়া পরিবার নবীন বিশ্বাসের বাড়িতে চলছে তারই প্রস্তুতি৷
সূত্রের খবর, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে, রুটি, ছোলার ডাল, পনিরের তরকারি, ভাত, শুক্তো, বেগুন ভাজা, মুগ ডাল, চাটনি, নলেন গুড়ের পায়েস৷ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় পা রাখার আগেই মতুয়াদের উন্নয়নে পর্ষদ গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয় পর্ষদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করলেন তিনি৷
বুধবার নবান্ন সভাঘরে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি,লোকশিল্পী ও ঐতিহ্যবাহী শিল্পীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে রাজ্য সরকার৷ সেই সভায় মুখ্য ভুমিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন৷
ওই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মতুয়াদের উন্নয়নে শীঘ্রই পর্ষদ গঠন করা হবে৷ আর এই পর্ষদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল৷ ইতিমধ্যেই মতুয়াদের উন্নয়ণে অনেক প্রকল্প কার্যকর করা হয়েছে৷ নদিয়ার মতুয়া গোষ্ঠীর আবেদন অনুযায়ী ২ টি অ্যাম্বুল্যান্স দেন মমতা৷
এছাড়া ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে দেওয়া হবে পাট্টা৷ এদের মধ্যে প্রথম দফায় ২৫ হাজার পাট্টা বিলি করা হবে৷ ওইদিনই নবান্নে তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু কয়েকটি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে উদ্বাস্তুদের যে জমি সমস্যায় ছিল, তা কাটবে,জানালেন মুখ্যমন্ত্রী৷
বলাই যায় একুশের ভোটের আগে মতুয়াদের নিয়ে তৃণমূল আর বিজেপির দড়ি টানাটানি চলছে৷ এবার মতুয়াই ঠিক করবেন, শ্যাম রাখবেন, না কুল রাখবেন৷ বাংলার ভোটে নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকেন মতুয়ারা৷ এই রাজ্যে মতুয়া ধর্মাবলম্বী ৩ কোটিরও বেশি৷
নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মালদার কিছু অংশ মিলিয়ে বাংলায় অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন৷ এবার বাগুইআটির আদর্শপল্লির মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজে এসে মতুয়াদের প্রতি কী বার্তা দেন,সেদিকে তাকিয়ে আছে মতুয়া সমাজ৷