কাঞ্চনজঙ্ঘায় আবারও অঘটন। মৃত্যুর হল ২ বাঙালি পর্বতারোহীর। বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের মৃত্যু হয়েছে বলে খবর। অনেক প্রতিকূলতাকে জয় করেই বুধবার সকালে বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করেন চার বাঙালি পর্বতারোহী বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ার, রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার। তারপরেই এই অঘটন।
অন্যদিকে, ক্যাম্প ৪-এ গুরুতর অসুস্থ আরও এক বাঙালি পর্বতারোহী রমেশ রায়। তাঁর স্নো ব্লাইন্ডনেস হয়েছে বলে খবর। রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়কে ক্যাম্প-২তে নামিয়ে আনার চেষ্টা চলছে। গত মঙ্গলবার ক্যাম্প ৪ থেকে রওনা দিয়েছিলেন চার অভিযাত্রী। তবে বুধবার দুপুরের পর থেকে খবর আসে বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ার অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ পথ আরোহণের ফলেই এই অসুস্থতা। বুধবার রাত পর্যন্ত তাঁদের নামিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার বেলায় দুই পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে উদ্ধারকারী দল।