বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর বিহারের জনগণ। তাই জঙ্গলরাজ, দুই যুবরাজকে প্রত্যাখ্যান করেছেন বিহারের জনগণ। মঙ্গলবার বিহারের আরারিয়া জেলার ফরবেশগঞ্জের নির্বাচনী জনসভা এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণকে বেশি দিন বোকা বানানো যায় না। সুযোগ পেলেই জনগণ কংগ্রেসকে উচিত শিক্ষা দিচ্ছে। এদিন বিহারের আরারিয়া জেলার ফরবেশগঞ্জে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে। ইতিমধ্যেই আমি জানতে পেরেছি, প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোটে সকাল ১০টা পর্যন্ত অনেক বেশি ভোট পড়েছে।’ করোনা-পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, অভিনন্দন জানিয়েছেন বিহারের জনগণকেও। প্রধানমন্ত্রীর কথায়, ‘শুধুমাত্র দেশ নয়, গোটা বিশ্বে বিহারের জনগণ একটি বার্তা পৌঁছে দিয়েছে। করোনা-সঙ্কটের মধ্যে, গোটা বিশ্বে যখন আতঙ্ক বিরাজমান, তখন বিহারের জনগণ নিজেদের বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং ব্যাপকহারে ভোট দিচ্ছেন। এটাই তো গণতন্ত্রের শক্তি এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল বিহারের প্রতি জনগণ। ‘ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে মোদী বলেছেন, অতিরিক্ত প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে এই কঠিন সময়ে নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে অনেক অনেক অভিনন্দন।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘গত দশকে, বিহারের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এখন ২০২১-২০৩০ সাল, বিহারের আরও অনেক আকাঙ্খা পূরণ করার সময়। এই নতুন দশকে বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর বিহারের পবিত্র ভূমি। জঙ্গলরাজ, দু’জন যুবরাজকে প্রত্যাখ্যান করেছেন বিহারের জনগণ।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মিথ্যে বলে কংগ্রেস দেশের জনগণকে কত স্বপ্ন দেখিয়েছিল। নির্বাচনের আগে বলে দারিদ্রতা দূর করব, কৃষকদের ঋণ মুকুব করব, কর কমিয়ে দেব। কথা অনেক বলেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে, এর মধ্যে কিছুই তাঁরা করেননি। জনগণকে বেশি দিন বোকা বানানো যায় না। জনগণ কংগ্রেসের কী হাল করেছে দেখুন, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়েও তাঁদের ১০০ জনও সাংসদ নেই…সুযোগ পেলেই জনগণ তাঁদের শিক্ষা দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গরিবদের কষ্ট যাঁরা বুঝবে, তাঁরাই গরিবদের জন্য কাজ করবে।…মোদী কেন নির্বাচনে জয়লাভ করে, তাই অনেকেরই দুশ্চিতা, আসলে মা-বোনেদের চিন্তা দূর করার কাজ করে মোদী, তাই নির্বাচনে জয়লাভ করে। মা-বোনেরা সর্বদা মোদীকে আশীর্বাদ দিতে থাকেন।
2020-11-03