উৎসবের মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় অতি স্বাদের পেঁয়াজ! ১০০ টাকা প্রতি কেজি পেঁয়াজের দামের ঝাঁজে চোখে জল আমি বাঙালির। সর্বত্রই আগে আগে ৭০ থেকে ৮০ টাকা ছিল পেঁয়াজের দাম। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। ফলে সেখানে দাম বাড়লে এই রাজ্যে তার প্রভাব পড়ছে বলে বাজারের বিক্রেতাদের দাবি। কিন্তু লাল ফসল সেঞ্চুরি করায় মধ্যবিত্তের হেঁসেলে টান পড়েছে। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির অবস্থার মুখোমুখি হচ্ছে।
আর এই দামে অস্থির ক্রেতা এবার পেঁয়াজ চুরি করতে নেমে পড়েছে। পরিস্থিতি এমন জায়়়য়
পৌঁছেছে যে শেষে পেঁয়াজ চুরি করতে হল ক্রেতাকে। আবার ধরাও পড়ে গেলেন। আসলে অভাবে স্বভাব নষ্ট!
চুরির ঘটনাটি ঘটেছে চন্দননগরে। তিনি ভেবেছিলেন লুকিয়ে চুড়িয়ে কয়েকটা পেঁয়াজ ব্যাগে ভরে নেবেন, তবে তা হল না। ধরা পড়লেন বিক্রেতার কাছে। মহাষষ্ঠীর সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে এক মহিলা সবার অলক্ষ্যেই পেঁয়াজ তুলে ব্যাগে ভরতে যাচ্ছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আপাতত পেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই।