কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট এবং এবিডির চেহারায় বদল: দেখুন ফটো

আইপিএল ২০২০ এর আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচের আগে আরসিবির অধিনায়ক বিরাট কোহলি এবং তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের চেহারায় ঘটল বদল, দুজনকেই দেখা যাবে নতুন লুকে। দুবাইয়ের একজন পেশাদার হেয়ারস্টাইলিস্ট তারেক নূর আল্লাহ আইপিএলের এই মরসুমে আরসিবির ক্রিকেটারদের হেয়ার কাট করছেন।

https://www.instagram.com/p/CGey9JnlQQL/?utm_source=ig_embed

তারেক এর আগে ক্রিস মরিস এবং যুজবেন্দ্র চাহালেরও হেয়ার স্টাইল বদলে দিয়েছিলেন। বিরাট এবং এবিডি উভয়ই এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। দু’জনই আরসিবিকে জয়ের পথে আনতে মূল ভূমিকা পালন করছেন। এই ম্যাচে বিরাট কোহলি চার এবং ছক্কার হাঁকানোর ক্ষেত্রে একটি বড় রেকর্ড অর্জনের সুযোগ পাবেন। আইপিএলে ২০০ ছক্কা হাঁকানো থেকে এক ধাপ পিছিয়ে বিরাট এবং ৫০০ বাউন্ডারি মারার রেকর্ডের থেকে দুই ধাপ পিছিয়ে।

https://www.instagram.com/p/CGkCi2Plzrc/?utm_source=ig_embed

এখনও পর্যন্ত আইপিএলে বিরাট ১৯৯ টি ছক্কা এবং ৪৯৮ টি চার মেরেছেন। আইপিএলে সর্বাধিক চারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। এই তালিকায় শিখর ধাওয়ান শীর্ষে আছেন, ৫৭৫ টি চার মেরেছন তিনি। ধাওয়ানের আগে আর কোনও ব্যাটসম্যান আইপিএলে ৫০০ বাউন্ডারি মারার গণ্ডি পেরিয়ে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.