দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার স্পষ্টতই এই আতঙ্কের দিন শেষ হয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। লাগাতার দৈনিক আক্রান্তের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি হওয়ার সুবাদে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে ৮ লক্ষের কাছাকাছি। শুধু তাই নয়, এখনও প্রতি দশ লক্ষে মৃতের সংখ্যার নিরিখে গোটা বিশ্বের মধ্যে ভালো জায়গায় আছে ভারত। শুক্রবার একথা ঘোষণা করল খোদ স্বাস্থ্যমন্ত্রক। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কম গতিতে হলেও নিয়মিত বাড়ছে।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ হাজার ৩৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ১৬১ জন।
স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭১ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৮০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার ৫২৮ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। ভারত এখনও প্রতি ১০ লক্ষ জনসংখ্যার বিচারে বিশ্বের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত দেশ। একইভাবে দেশের মৃত্যুহার বিশ্বের সর্বনিম্ন, সুস্থতার হার সর্বোচ্চ।