একনাগাড়ে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হায়দরাবাদের বিভিন্ন প্রান্তে। রেড্ডি কলোনি, চম্মাপেট-সহ হায়দরাবাদ শহরের বিভিন্ন প্রান্ত জলের তলায়। প্রবল বৃষ্টিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে হায়দরাবাদে। সবমিলিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্ডলাগুড়া এলাকার মহম্মদিয়া হিলসে বাউন্ডারি দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৯ জনের এবং প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ৪ জনকে।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ফালাকনুমা) এম এ মজিদ জানিয়েছেন, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মহম্মদিয়া হিলসে বাউন্ডারি দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। দু’টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। ৪ জনকে আহত অবস্থায় ওয়েইসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একটি ঘটনায় ইব্রাহিমপটনাম এলাকায় পুরানো বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সী একজন মহিলা এবং ১৫ বছর বয়সী কিশোরীর।
বিগত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবিরাম বর্ষণে ভাসছে হায়দরাবাদ-সহ তেলেঙ্গানার বিভিন্ন প্রান্ত। রেড্ডি কলোনি, চম্মাপেট-সহ হায়দরাবাদ শহরের বিভিন্ন নীচু এলাকা জলের তলায়। জল জমেছে বেগম বাজার, খৈরাতাবাদ, বেগমপেট, শাইকপেট, মাল্লাপুর, মৌলা আলী প্রভৃতি এলাকা। ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত। বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে হায়দরাবাদের বিভিন্ন প্রান্তে।