ভুয়ো ডেটিং অ্যাপ (Dating App) খুলে কলকাতায় বসে দেদার জালিয়াতি। হায়দরাবাদের প্রায় কুড়ি জন বাসিন্দাকে ফাঁদে ফেলে শেষমেশ পুলিশের জালে চক্রের দুই মাথা। হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইমের (Cyber crime) আধিকারিকরা হানা দিলেন কলকাতায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের একটি অফিস থেকে আনন্দ কর ও বুদ্ধদেব পাল নামে এই দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এই তল্লাশি ও গ্রেপ্তারিতে সহযোগিতা করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। শনিবার দুজনকে আলিপুর আদালতে তোলা হলে তাদের ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূ্ত্রে খবর, ওই দুই অভিযুক্ত ডেটিং অ্যাপ খুলে মূলত হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দাদের সঙ্গে হোয়াটস অ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে। তারপর ভুয়ো ডেটিং অ্যাপের লিংক পাঠাতে থাকে তারা। বিভিন্ন বয়সের মহিলাদের সঙ্গে অনলাইন চ্যাট ও ডেটিংয়ের ব্যবস্থা করার টোপ দেওয়া হয়। এই চক্রের ফাঁদে যাঁরা পড়েন, তাঁদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে কয়েক হাজার টাকা করে প্রথমে আদায় করা হয়। এরপর বিভিন্ন খাতে আরও টাকা নিতে শুরু করে তারা। এমনকী, টাকা না দিলে ব্ল্যাকমেল করার হুমকিও দেওয়া হয়। এরপরই বিপদ টের পেয়ে পুলিশে অভিযোগ জানান প্রতারিতরা।
এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ হায়দরাবাদ পুলিশের কাছে জমা পড়ে। সেসব খতিয়ে দেখে বোঝা যায়, প্রায় কুড়ি জনকে এভাবে প্রতারণা করেছে তারা। তদন্ত করে অফিসাররা জানতে পারেন, এই সাইবার জালিয়াতির শিকড় আসলে রয়েছে কলকাতায়। এরপরই লেক থানা এলাকার যোধপুর পার্কের ওই অফিসটিতে তাঁরা তল্লাশি চালান। পুজোর আগে কলকাতার বাসিন্দাদের কোনও চক্র এভাবে প্রতারণা করছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।