ভারতে এই প্রথমবার করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ্যের নিচে নামল, এমনটাই জানাচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে এক মাসে ভারতে প্রথম বারের মত সক্রিয় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের নিচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, এই সক্রিয় বিষয়গুলি দেশের মোট ইতিবাচক মামলার মাত্র ১২.৯৪ শতাংশ। গত সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে গতকাল পর্যন্ত এই প্রথম আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ্যের নিচে নামল। এটি নতুন করে সক্রিয় কেসের প্রবণতা কমার ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক একটি টুইটে জানিয়েছেন “মোট ২০টি রাজ্যে নতুন করে সক্রিয় আক্রান্তের সংখ্যা কম হবার কারণেই এটি সম্ভব হয়েছে”। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৮.৯৭ হাজার। সক্রিয় মামলার এই প্রবণতা হ্রাসের কারণে দেশে নতুন আক্রান্তের সংখ্যা আর বাড়েনি।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন মোট ৫৯,০৬,০৬৯ জন। এই সংখ্যা দেশের মোট সুস্থের হার কে ৮৫.৫২ শতাংশ বাড়িয়ে দিয়েছে। মোট দশটি রাজ্য থেকে গতকাল ৭০,৪৯৬ টি মামলা সরকারের খাতায় রেজিস্টার করা হয়েছে। যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, দিল্লি, উড়িষ্যা, উত্তর প্রদেশ এই রাজ্যগুলি। এরমধ্যে মহারাষ্ট্র থেকে রেজিস্টার হওয়া নতুন কোভিড কেস সংখ্যা সব থেকে বেশি। আর মহারাষ্ট্রের পরই ১০ হাজারের বেশি নতুন কেস রেজিস্টার হয়েছে কেরল থেকে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে মোট ৩৭ শতাংশের বেশি মানুষ প্রায় ৩৫৮ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মহারাষ্ট্রে।