ভোটের শুরুতেই বোমাবাজি। যার জেরে ঘাটালের ২০৬ নং বুথ শিবশক্তি হাইস্কুলে ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় উত্তেজনা। আতঙ্কিত ভোটাররা। বিরোধীদের মারধরের খবরও মিলেছে ওই বুথে। অভিযুক্ত তৃণমূল।
এদিকে ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্রের একাধিক ইভিএম জট দেখা দিল। বিকল বাঁকুড়ার জয়পুর হিজলডিহার ১৬৭ ও ১৬৮ নম্বর বুথের ইভিএম। ছাতনার ৭৪ নম্বর বুথে ইভিএমটিও খারাপ হয়ে গিয়েছে। ফলে সেখানে আপাতত স্থগিত ভোটগ্রহণ। অন্যদিকে গোপীবল্লভপুরের ১০০ নম্বর বুথে, মেদিনীপুরের টাউন স্কুলের ২৫০ নম্বর বুথেও ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ আছে ভোটগ্রহণ।
প্রসঙ্গত আজ ৭ রাজ্যের ৫৯ টি আসনে ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে উৎসাহী ভোটদাতাদের লাইন। ষষ্ঠ দফায় রাজ্যের ৮ কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট। কেন্দ্রগুলি হল বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঘাটল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি ও তমলুক।