শিক্ষা ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য কানাডার বিনিয়োগকারীদের আহ্বান জানালেন মোদী

ভারতের শিক্ষা ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য কানাডার ব্যবসায়ী কমিউনিটিকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব সহ ভারত বিনিয়োগকারীদের সেই সব কিছুই অফার করবে যে সবের কথা বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে বারবার ভাবেন।

কানাডায় অনলাইনে অনুষ্ঠিত ইনভেস্ট ইন্ডিয়া সম্মেলনে বক্তব্য রাখার সময় মোদী বলেন, গতিশীল গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসার জন্য অনুকূল নীতি নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারত একটি ভালো ঠিকানা।
উল্লেখ্য, ভারত ও কানাডার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এই সম্মেলনে মোদী বলেন, সরকার শিক্ষা, কৃষি ও শ্রম ইত্যাদি খাতে উল্লেখযোগ্য সংস্কার করেছে। বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণকে আরও জোরদার করতেই এই সংস্কার করা হয়েছে বলে জানান তিনি।

কানাডার বিনিয়োগকারীদের উদ্ধেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনি যদি কোনও দেশের শিক্ষার ক্ষেত্রে অংশ নিতে চান তবে সেই জায়গা ভারত। আপনি যদি উত্পাদন বা পরিষেবা খাতে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছেন তবে উপযুক্ত জায়গা হল ভারত। আর আপনি যদি কৃষিক্ষেত্রে বিনিয়োগের কথা ভেবে থাকেন, তবে ভারত হল সবচেয়ে উপযুক্ত জায়গা।

মোদী সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে এফডিআই সিস্টেমকে খুব উদার করা হয়েছে এবং ট্যাক্স সিস্টেমকে সরকারী সম্পত্তি এবং পেনশন ফান্ডের পক্ষেও অনুকূল করা হয়েছে।

একই সঙ্গে এদিন করোনা নিয়েও ভারতের ভূমিকার কথা জানান মোদী। তিনি বলেন, কোভিড -১৯ এর মধ্যে ভারত এক অনন্য অবস্থান নিয়েছে। তাঁর বক্তব্য, বিশ্বজুড়ে ডিসপেনসারির ভূমিকা পালন করছে ভারত। এখনও অবধি প্রায় দেড়শটি দেশে ওষুধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.