যেখানে মিছিলে বাধা, সেখানেই অবস্থান বিক্ষোভ, জানাল বিজেপি

কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিজেপির নবান্ন অভিযান৷ অন্যদিকে মিছিল আটকাতে প্রস্তুত পুলিশ৷ এই পরিস্থিতিতে আজ শহর অচল হতে পারে৷

ইতিমধ্যেই বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, “যেখানে মিছিলে বাধা আসবে সেখানেই তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। আর এর জন্য মিছিলের সংখ্যা বেড়ে গেলে তার জন্য সরকার দায়ী থাকবে।”
এদিকে কলকাতা ও হাওড়ায় প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া সেতু বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে নবান্ন৷ সেখানে রাখা হয়েছে জলকামান৷ জারি ১৪৪ ধারা৷ নবান্নের ধারেকাছে কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না৷ এমনকি আশেপাশের লোকজনকেো না৷

শুধু কলকাতা ও হাওড়া নয়৷ সারা রাজ্য জুড়ে নবান্ন অভিযানের প্রভাব পড়তে পারে৷ কারণ বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী ও সমর্থকরা গাড়ি করে নবান্নমুখী৷ অভিযোগ জেলায় জেলায় তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে৷ তার ফলে বিজেপি কর্মীরা বাধা পেয়ে রাস্তায় বসে পড়েছেন৷

বিজেপি যে ৭ দফা দাবিতে আজ নবান্ন অভিযান করবে তা হল-১) এসএসসি /টেট এর দুর্নীতির বিরুদ্ধে৷ (২)স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া৷ (৩)বেকার ভাই- বোনদের চাকরির ব্যবস্থা করতে৷ (৪)পরীক্ষার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা বাড়াতে৷(৫) পিএসসি কে দূর্নীতিমুক্ত করতে এবং নিয়োগ প্রক্রিয়াকে সরলীকরণ করতে৷ (৬)ঘুষ নিয়ে চাকরি দেওয়া বন্ধ করতে৷ (৭)বেকার যুবকদের ভাতা নয়, চাকরির দাবিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.