ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমরমের সমর্থনে শুক্রবার প্রচারের শেষ বেলায় নয়াগ্রামে সভা করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।
এদিন তিনি বিকেল তিনটে নাগাদ নয়াগ্রামে পৌঁছান এবং খড়িকামাথানী বাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন। সভায় অর্জুন মুন্ডা ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানোর পর রাজ্য সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, রাজ্য থেকে তৃণমূল সরকারকে আগামী দিনে হঠাতে গেলে এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। রাজ্যে তোলাবাজি সরকার চলছে। রাজ্য জুড়ে চলছে দুর্নীতির উন্নয়ন। গরিব মানুষের একটি ঘর করে দেবার জন্য নেতারা দশ থেকে কুড়ি হাজার টাকা তোলা নিচ্ছে। গরিব মানুষদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা করে দেওয়ার জন্য তৃণমূল নেতারা টাকা নিচ্ছে। এই সরকারকে দুই হাজার একুশ সালে বিদায় করতে হবে। আর এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের এরাজ্যে বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রে আরেকবার মোদীজির হাত শক্ত করতে হবে।
পঁচিশ মিনিটের বক্তব্যে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী আগাগোড়া এই রাজ্য সরকারের সমালোচনা করেন। এদিনের সভায় একজন নির্দল পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের প্রায় দুশ জন বিজেপিতে যোগদান করেন তাদের হাতে অর্জুন মুন্ডা দলীয় পতাকা তুলে দেন বলে বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথি দাবি করেন।