ভারতীয় বায়ুসেনার লড়াকু বিমান পাকিস্তান থেকে আগত ভারতীয় বায়ুসীমা অতিক্রম করা একটি Antonov AN-12 ভারি মালবাহক জাহাজকে জয়পুর বিমান বন্দরে অবতরণ করালো। রিপোর্ট অনুযায়ী, পাইলটের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারী সূত্র সংবাদমাধ্যম এএনআই কে এই তথ্য দিয়েছে। এই বিষয়ে খুঁটিনাটি তথ্য পাওয়ার অপেক্ষা চলছে।
আপানদের জানিয়ে রাখি, ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে, পাকিস্তানের বায়ুসেনা অনেকবার বায়ু সীমা লঙ্ঘন করে ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু প্রতি বারই আমাদের বায়ুসেনার জবাবি পদক্ষেপে তাঁরা পালাতে বাধ্য হয়েছে।