জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে প্রণাম জানিয়ে শুক্রবার সকালে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হলেন গান্ধীজি। রাষ্ট্রপতি টুইট-বার্তায় লেখেন, গান্ধী জয়ন্তীতে আসুন আমরা সকলে সত্য ও অহিংসার পথ অনুসরণ করি, দেশের কল্যাণ ও প্রগতিতে সর্বদা নিবেদিত থাকি এবং স্বচ্ছ, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গঠনের মাধ্যমে গান্ধীজির স্বপ্ন পূরণ করি। টুইটারে রাষ্ট্রপতি আরও লেখেন, জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই। গান্ধীজির সত্য, অহিংসা ও ভালোবাসার বার্তা সমাজে সংহতি আনে। গান্ধীজি হলেন মানবতার জন্য অনুপ্রেরণার উৎস। এদিন রাজঘাটে গিয়েও জাতির জনককে শ্রদ্ধা নিবেদন ও প্রণাম জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিনও শুক্রবার। এদিন লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। টুইটারে রাষ্ট্রপতি লেখেন, জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে আমরা স্মরণ করছি। ভারতমাতার মহান সন্তান। দেশের সেবায় তিনি সর্বদা নিয়োজিত ছিলেন। সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে তাঁর মৌলিক ভূমিকা দেশকে অনুপ্রাণিত করে চলেছে।
2020-10-02