দেখতে দেখতে ৭৫ বছর বয়স হয়ে গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ৭৫ তম জন্মদিনে রাষ্ট্রপতিকে শুভেচ্ছার-বন্যায় ভাসিয়ে দিলেন অনুরাগী, শুভাকাঙ্খীরা। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও। রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর টুইট, কোবিন্দজির সমৃদ্ধ অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমত্তা দেশের সম্পদ। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সমৃদ্ধ অন্তর্দৃষ্টি এবং নীতি বিষয়ক সম্পর্কে বুদ্ধিমত্তা দেশের সম্পদ। দুর্বলদের সেবার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’
রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু টুইটারে লিখেছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। সরলতা, আন্তরিকতা, অনুকরণীয় নেতৃত্ব এবং দরিদ্রদের প্রতি উদ্বেগের জন্য তিনি পরিচিত। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’ ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তর প্রদেশের কানপুরের পারাউখ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০১৭ সালের ২৫ জুলাই দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
2020-10-01