কলকাতা: গোটা রাজ্যেই করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে এই মুহুর্তে শহর কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭০০-এর কাছাকাছি মানুষ এই দুই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দুই জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের।
শনিবারও গোটা রাজ্যে ৩ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫৬। সব মিলিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪,৭২১ জনের।
গত ২৪ ঘণ্টায় যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই যথাক্রমে ১৩ ও ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ফের বাড়ছে সংক্রমণের হার।
মাঝে এই দুই জেলায় দৈনিক সংক্রমণের হার পাঁচশোর কম থাকলেও গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬৬৮ ও ৬৯৩ জন। একইসঙ্গে এই দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় মৃত্যুও সবচেয়ে বেশি।
করোনা মোকাবিলায় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বর্তমানে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার নিরিখে টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩,৯৪৫।
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। আরও ৪টি ল্যাবরেটরিতে শীঘ্রই করোনা টেস্ট শুরু হবে।