রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতের দীর্ঘদিনের দাবিকে জোরালো সমর্থন করলো ফ্রান্স। নিরাপত্তা পরিষদে ভারতের থাকা একান্ত জরুরি বলে মন্তব্য করেছে ফ্রান্স। নিরাপত্তা পরিষদের সংস্কার ও সদস্যের সংখ্যা বাড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাপ আলোচনা চলছে। ফ্রান্সের বক্তব্য, নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রথম ধাপ হিসেবে সদস্য সংখ্যা বৃদ্ধি করা।
ভারত অনেক দিন ধরেই বলে আসছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার যোগ্যতা তাদের আছে।
স্থায়ী সদস্য হিসেবে ভারতের পাশাপাশি জার্মানি, ব্রাজিল, জাপান ও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিত্ব বিশেষ ভাবে প্রয়োজন বলে ফ্রান্সের বক্তব্য। রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের এই মন্তব্যের ফলে ভারতের দীর্ঘদিনের দাবি আরও জোরদার হলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের দূত বলেন, বর্তমানে বিশ্বের যা পরিস্থিতি ও প্রেক্ষাপট তাতে ভারতের মতো দেশগুলিকে নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত করা জরুরি ও ফ্রান্সের রণনীতির কাছে অগ্রাধিকার। রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, ফ্রান্স ও জার্মানি মনে করে নিরাপত্তা পরিষদকে আকারে বড় করা প্রয়োজন। বিশ্বের বর্তমান পরিস্থিতির যথার্থ প্রতিফলন সে ভাবেই হওয়া সম্ভব। ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষে একই কথা বলেছেন রাষ্ট্রসঙ্ঘে সে দেশের প্রতিনিধি ক্রিস্টফ হিউগসেনও।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মাত্র পাঁচটি দেশ– চিন, ফ্রান্স, রাশিয়া. ব্রিটেন ও আমেরিকা। আর দশটি দেশকে ঘুরিয়ে ফিরিয়ে দু বছরের মেয়াদে সদস্য পদ দেওয়া হয়। ভারতও সে ভাবে কয়েকবার সদস্য হয়েছে। কিন্তু সংস্কার করে স্থায়ী সদস্যের সংখ্যা না বাড়ানো হলে ভারতের স্থায়ী সদস্য হওয়ার কোনও সম্ভাবনা নেই।