কাশ্মীর জ্ঞানের কেন্দ্রে পরিণত হবে, আশা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

জ্ঞান, বিনিয়োগ, উদ্ভাবন, দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে জম্মু ও কাশ্মীর পরিণত হবে।ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জম্মু ও কাশ্মীরের প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জাতীয় শিক্ষানীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  এদিনের ভিডিও কনফারেন্সিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির উপাচার্য এবং অধ্যক্ষরা।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, জ্ঞান, উদ্ভাবন, শিক্ষার স্বর্গে দক্ষতার সঙ্গে জম্মু ও কাশ্মীরকে গড়ে তুলতে হবে। উপত্যকায় জাতীয় শিক্ষানীতি সর্বাত্মকভাবে কার্যকর করলে এমনটা সম্ভব।এ রকম করলে স্বর্গের নন্দনকাননে পরিণত হবে জম্মু ও কাশ্মীর। মা ভারতীর উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে উপত্যকা। কালাহনের রাজতরঙ্গিনী উদাহরণ টেনে রাষ্ট্রপতি জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে উপত্যকার উজ্জ্বল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার ব্যাপ্তি ও বৃদ্ধি হলে তরুণ প্রজন্মের পড়ুয়াদের মধ্যে আলোকপ্রাপ্তি ঘটবে। মাতৃভাষায় শিক্ষাদান সর্বাত্মক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.