প্রায় ৩০ বছর ভারতীয় নৌসেনাকে গৌরবের সঙ্গে সেবা করার পর শনিবার শেষ সফরে বেরোলো আইএনএস বিরাট। যুদ্ধবিমান বাহক এই জাহাজটি দীর্ঘসময় নৌসেনাকে সেবা করার জন্য ইতিমধ্যেই গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করে ফেলেছে। এই জাহাজটিকে সংরক্ষণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেই চেষ্টা ব্যর্থ হয়। অন্তিম সফর শেষ করার পর এই জাহাজকে ভেঙে ফেলা হবে। ১৯৮৭ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতীয় নৌসেনাকে প্রায় ৩০ বছর সেবা করে গিয়েছে এই যুদ্ধজাহাজ। গ্র্যান্ড ওল্ড লেডি নামে খ্যাত এই যুদ্ধজাহাজ ব্রিটেন থেকে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয় ১৯৮৭ সালে। দেশকে প্রায় ৩০ বছর সেবা করার পর ২০১৭ সালের ৬ মার্চ অবসর নেয় যুদ্ধজাহাজটি। এই যুদ্ধজাহাজটিকে ভেঙে ফেলা হবে কিনা সেই সিদ্ধান্ত ভারতীয় নৌসেনার ওপর ছেড়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই যুদ্ধজাহাজকে সংগ্রহশালা বা রিসোর্ট এ পরিণত করার কথা উঠেছিল। কিন্তু ৩৮.৫৪ কোটি টাকা দিয়ে এই যুদ্ধজাহাজটিকে কিনে নিয়েছে গুজরাটের একটি জাহাজ সংস্থা শ্রীরাম গোষ্ঠী। বিগত তিন বছর অবসর গ্রহণের পর মুম্বইয়ের ডকে নিজের ভাগ্যের ভবিষ্যতের অপেক্ষায় ছিল। শনিবার শেষ যাত্রায় মুম্বই থেকেে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।
2020-09-20